একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে জ্ঞান বিজ্ঞানের স্রোতধারায় উন্নত জাতি হিসেবে বিশ্ব আসনে সমাসীন হবার প্রধান অবলম্বন হল সুশিক্ষিত মানব সম্পদ।যে কোন দেশের এ মহা মূল্যবান মানব সম্পদের উন্নয়নে সন্দেহাতীতভাবে অগ্রণী ভূমিকা পালন করে সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজ। তাই এ এলাকার উন্নত মানব সম্পদ গড়ার লক্ষ্যে ও শিক্ষার আলো সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার নিমিত্তে অত্র এলাকার সুশীল সমাজের সার্বিক সহযোগিতায় ১৯৭৯ ইং সালে যাত্রা শুরু করে আমাদের এ প্রতিষ্ঠান।