প্রতিষ্ঠানের ইতিহাস

অত্র প্রতিষ্ঠানটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার 6নং দিঘলকান্দি ইউনিয়নের দত্তগ্রাম নামক গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটি উপজেলার সদর হতে 10 কিলোমিটার দক্ষিনে অবস্থিত। ঘাটাইল উপজেলার মধ্যে দিঘলকান্দি ইউনিয়নটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। উক্ত ইউনিয়নের মধ্যে দত্তগ্রাম ও দিঘলকান্দি দুটি গ্রাম শিক্ষা ও সংস্কৃতিতে পূর্ব থেকেই সমৃদ্ধ। 70 দশকের শেষের দিকে উত্তর টাঙ্গাইলের বিশেষ খ্যাতিমান আলেম জনাব হযরত মাওলানা আব্দুস সালাম রাজি সাহেব দ্বীনের খেদমতে অত্র গ্রামে পদাপর্ন করেন। উনার সংস্পর্শে ধর্মীয় দিক থেকে গ্রামবাসী উজ্জিবিত হয় এবং উনার প্রস্তাবে একটি দ্বীনি প্রতিষ্ঠান এবতেদায়ী মাদরাসা হিসাবে গোরস্থানের পাশে 1979 সনে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান 1986 সনে দাখিল মাদরাসা হিসাবে দত্তগ্রাম দিঘল কান্দি, বিয়াড়া, উপলদিয়া সহ পার্শবর্তী সকল গ্রামের লোকজন উন্নত মানের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সে সুবাদে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেস্টায় শিক্ষার মান উন্নয়ন সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনা অব্যাহত আছে। ভবিষ্যতে একটি উন্নত প্রতিষ্ঠান হিসাবে তা কার্যক্রম ধারাবাহিকতা বজায় থাকবে এটাই সকলের প্রত্যাশা।